জ্বলছে দেখি প্রেমের বাগান
পুড়ছে ভালোবাসা,
লেগেছে আগুন হসপিটালে
পুড়ছে মানবতা,
আগুন নিয়ে মেতেছে খেলায়
রাজার পারিষদ
লাগিয়ে আগুন বিদ্যালয়ে
পুড়ায় ভবিষ্যত ৷
ধর্ম নিয়ে খেলছে তারা
রাম রহিম আজ কাঠগড়ায়,
কতো কিছু দেখবো এবার
সাধের বাংলা পথ হারায় ৷