থেমে গেল কত নহবত আজ
নিভে গেছে ঝাড়বাতি,
ভাঙলো তোরণ ঝুকলো কেতন
স্তব্ধ জীবন গতি৷

সাজানো বাগান উড়ে গেল ঝড়ে
পাগলা হাতির মেলা,
সাধের স্বপ্ন দলে দিয়ে গেল
করলো জীবন হেলা৷

লোভের ছোবল মারলো এমন
ক্ষমতার দাঁতে কাটে,
কত পরিবার ডুবলো আঁধারে
উঠলো জীবন লাটে৷

নেই অনুতাপ নেইকো লজ্জা
পঙ্কজবন দলে,
মিথ্যা ভাষণ হাতিয়ার তার
জনগণে যায় ছলে৷

ঢাল তলোয়ার সদা রাখে পাশে
তাই এত ধৃষ্টতা
ক্ষমতার মদে বকে সে প্রলাপ
জানে নাকো শিষ্টতা৷