নামের মতো হতে হবে কোথায় আছে লেখা
এমন অনেক উদাহরণ যায় যে কতোই দেখা।
অন্ধ ছেলে পদ্মলোচন চোখে নেই দৃষ্টি
কালো ছেলে গৌরাঙ্গ এ কেমন অনাসৃষ্টি।
ফরসা মেয়ে অনেক আছে, নাম কৃষ্ণকলি
আছে কতো এমনতর কত আরো বলি।
বুড়ো হলেও অনেকে আজ বলে আমায় খোকা
নামের সাথে খুঁজতে গেলে খেতেই হবে ধোঁকা।
গুন্ডা বদমাশ লোকের দেখি নাম যে দয়ালনাথ
নামের সাথে খুঁজতে আচার হয়েছি কুপোকাত।
তাই বলি, নাম নিয়ে কখনো করো না আর ভুল
নামে আর ব্যাবহারে দেখি ফারাক প্রতুল।