আমি জয়দেব
কিন্তু দ্বাদশ শতাব্দীর
গীত গোবিন্দের
রচয়িতা নই ,
নই কোন কবি !
একবিংশ শতাব্দীর
আমি এক সৈনিক !


বৈচিত্রময় ভরতের
এ প্রান্ত থেকে ও প্রান্ত
অনেক ঘুরেছি আমি ,
কখনো পাহাড় কখনো সাগর
দিলাম আমি পাড়ি !


করিয়াছি পান এর
গন্ধ ,রূপ রস
পাইয়াছি কতো কিছু !
তারই থেকে কিছূ আজ
পৌঁছে দিই তোমাদের কাছে !


ভালো যদি লাগে তবে
হইব স্বার্থক ,
তা না হলে নিজ গুনে
ক্ষমা করো মোরে