স্বপ্নের উড়োজাহাজে চড়ে আসে ঘুম
আমাকে কব্জা করে নেয় যখন-তখন।
পড়তে আমার একদম ইচ্ছে করে না—
আমি পালাই, উড়োজাহাজের দরজা খুলে
উঠে পড়ি— অতঃপর পুলিশ সেজে
সন্ত্রাসীর মতোন হাতকড়া পরিয়ে আমাকে
টেনে হিঁচড়ে নিয়ে যায় পরীক্ষার দানব।
আমাকে মারপিট করে, জবানবন্দি নেয়
কবে শুনেছিলাম রবি ঠাকুরের গান, অথবা
কবে আস্ত একটা দিন উপুড় হয়ে শুয়ে থেকে নষ্ট করেছি।
আমি বুঝিনা, হা করে তাকিয়ে থাকি, নির্বিকার;
এই দানবের শিকলে বাঁধা পড়ার জন্যই কি
জন্ম নিয়েছি মা'গো!
দানব আমাকে যাবজ্জীবন পরীক্ষাদণ্ডে দণ্ডিত করেছে
অথচ আমি আপিল করারও পাইনি সুযোগ!