সমাজের পিলসুজ নড়বড়ে যেন আজ
সমাজের আলোটুকু তাই নিভে যায়।
তমসায় ঢেকে— হামাগুড়ি খায় এ সমাজ,
লোহার শিকল কেউ পরেছে দু’পায়॥

দুরাচারীদের নিঃশ্বাসে এ সমাজ নীল,
চাতকের মতো কেউ করে ছটফট।
পাপীদের চাহুনিতে লোভ করে কিলবিল,
সামাজের এ হাওয়া পুরোই গুমোট॥

কেউ তুলে ধরো ওই সমাজের পিলসুজ,
সমাজের প্রতি কোণ আলোকিত হোক।
হে তরুণ! ছুটে এসো, তোমরা চির সবুজ,
পাপীদের যবনিকা টেনে খোলো চোখ॥

সব কাজে পাতা আছে এক ছলনার জাল,
কোনো প্রতিবাদ নেই, বাঁধা চোখ মুখ।
কেউ ধরো কালী রূপ, কেউ সাজো মহাকাল,
রাজপথ ভিজে যাক, শোণিত ঝরুক॥

ভূলোক আলোক ময় হবে, হবে একদিন,
মাতাল নাচন নাচো, দামামা বাজাও!
সমাজের নীচুতলা অসহায়, তারা দীন,
প্রদীপের মতো তুমি আলোক ছড়াও॥

পেশিতে ধরেছে খিল, যেন যায় যায় প্রাণ,
মনে হয় কোমরেও লেগে আছে বাঁক।
সব ব্যাধি ঠিক হবে, দাও গো হেচকা টান,
সমাজের পিলসুজ দু’পায়ে দাঁড়াক॥


   (Wed, Apr 16, 2025; 09:36 PM)