সৌর তাপে জল শুকেছে,
ঝলসে গেছে ঘাস,
বর্তমানে তাপমাত্রা
বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস।
কবে যে বৃদ্ধি হবে
নেই ঠিক ঠিকানা,
প্রতিদিন বিকালে তে
লু দিচ্ছে হানা।
জল সংকট বেড়ে গেছে
নেমেছে জলের স্তর,
গরম থেকে বাঁচতে সবাই
ফিরছে নিজের ঘর।
কালবৈশাখী কবে হবে?
ভাবছি বসে ঘরে,
এমন সময় হঠাৎ দেখি
বৃষ্টি এলো জোরে।
রচিত প্রথম কবিতা :—
(রচনাকাল:- ১০/০৫/২০২২, মঙ্গলবার)