সাহিত্য রচনা করার ক্ষেত্রে সাহিত্য বিষয়ক আড্ডা বা সাহিত্য বাসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কবি সাহিত্যিকদের ভাবনা ও লেখার উপর প্রভাব বিস্তার করে। দু'বছর লেখালেখির সাথে যুক্ত থাকা সত্ত্বেও বিশেষ কারণে অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। তবে আমার জীবনের প্রথম সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের কথা আমি কখনো ভুলতে পারবো না।
দিনটি ছিল ১৫ সেপ্টেম্বর,২০২৪ রবিবার। আমার ব্লকের অর্থাৎ মোহনপুর সাহিত্য ও সংস্কৃতি চক্রের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার বাংলা ওপার বাংলা প্রখ্যাত কবি সাহিত্যিক আরণ্যক বসু। তিনি অনুষ্ঠানে আগের দিন রাতে এসে পৌঁছেছিলেন, কেননা অনুষ্ঠানের দিন সকালের ট্রেনে যদি আসতেন তবে অনুষ্ঠানে সঠিক সময়ে উপস্থিত থাকতে পারতেন না। তিনি একজন সাহিত্যিক হিসেবে যতটা ভালো, তার চেয়ে ব্যক্তি আরণ্যক বসু সহস্রগুণ সুন্দর, এই ব্যক্তিত্বের জন্যই হয়ত তিনি সাহিত্য জগতে সুনাম অর্জন করতে পেরেছেন। তিনি শুধু একজন সাহিত্যিক নন, বাচিক শিল্পী'ও বটে। আবৃত্তি করে শুনিয়েছিলেন তার সেই কালজয়ী কবিতা 'মনে থাকবে?' —
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে? ...
কবিতাটি প্রতেকটি লাইনে জড়িয়ে রয়েছে এক অবাধ ভালোবাসার স্নিগ্ধ অনুভূতি যা পরের জন্মে'ও যেন থেকে যায়। কবিতাটি আবৃত্তি করার পর কবিতার ভাব ও মর্মার্থ বললেন। প্রদান করলেন সাহিত্য সম্পর্কিত নানান তথ্য। একটা বিরতির পর আবার শুরু হলো সাহিত্য বাসর, সাহিত্য জগতে নবাগত অ-প্রতিষ্ঠিত কবিগণ তাঁদের স্বরচিত কবিতা পাঠ করলেন, এবং একে একে সবার কবিতাব বিশ্লেষণ করলেন স্বয়ং কবি আরণ্যক বসু, আমিও আমার স্বরচিত কবিতা পাঠ করলাম, কবিতার মধ্যে অনেক খামতি ধরিয়ে দিলেন কবি। বললেন 'গুরুচণ্ডালী দোষ' অর্থাৎ সাধু ও চলিতের মিশ্রণ যা সাহিত্যকে কলুষিত করে। কবির সান্নিধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছিলাম, সবশেষে কবির কাছ থেকে অটোগ্রাফ নিলাম, তাতে তিনি একটি আশীর্বাণী লিখে দিয়েছিলেন যা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি।
হয়তো আবার কোনো সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে কবির সাক্ষাৎ পাব। তবে আমার জীবনের প্রথম সাহিত্য বিষয়ক অনুষ্ঠান আবার সাথে কবি সাহিত্যিক আরণ্যক বসু এটি চির শাশ্বত হয়ে থাকবে।
(রচনাকাল:- ০১/০২/২০২৫)