অভয় দিলাম, পাশে আছি!
ভয় পেওনা, কাছেই আছি।
অভয় দিলাম, কান ফাটানো মেঘের ডাকে।
অভয় দিলাম, ঝড়ের রাতে।
তোমার পাশে, সত্য প্রেমে, দায়িত্ববোধে।
ভালোবাসার ভাগাভাগিতে, মমতা আর আহ্লাদেতে।
অভয় দিলাম।
টানাপোড়েনের এই জগতে, মিথ্যে কথার সংসারে! পাশে আছি অভয় দিলাম।
যেদিন তুমি এলে, পরিবার-পরিজন সব ছেড়ে, সব ভুলে আমার কাছে।
কেমন যেন আড়ষ্টতা, কিশোরী মনে সমুদ্র নীরবতা।
অভয় দিলাম,কথা দিলাম, ভালোবাসি।
তোমার আলোয় আলো এল আমার ঘরে।
স্বর্গসুখে হাতছানি, নোনা ধরা দেওয়াল জুড়ে।
সারা দিনের পরিশ্রমে, ক্লান্ত পরিশ্রান্ত আমি ফিরে অবশেষে।
দিন যাপন, স্বপ্ন পূরণের চিন্তায় মগ্ন তখন আমি।
ধীর পায়ে কাছে এসে পাশে বসে, পরম বিশ্বাসে তুমি বল, অভয় দিলাম।
ভয় কেন পাও, থেমে যাবে ঝড় এইতো পাশে আমি।
এই জনমের পরের জনম থাকব পাশে তোমার।
সত্য প্রেমে, মিষ্টি আলো জ্বলবে উঠে আবার।
দেখবে তুমি তোমার পাশে থাকব আমি তখন।
অভয় দিলাম, পর জনমেও মিলব দুজন।