হারানো মিথ্যে রেখে জমা।
আমার সত্য ছুঁতে চাওয়া।
হাত রেখে ওই হাতে, আমি বেঁচে উঠি আবারো।
ছুঁয়ে নরম ওই হাসি।
চোখ রেখে ওই চোখে।
আমি বাঁচতে চাই আরো।
তুমি অমন দূরেই থাকো।
হাওয়া সুবাস বিলায় তোমার।।
তুমি আমার কাছেই যেন।
হাওয়া আমায় ছুঁয়ে ফেলে।
পাই তোমার মধু-আওয়াজ।
বাজে সেই তালে যেন পাখোয়াজ।
ও হাওয়া সুবাস বিলায় তোমার।
তুমি অমন দূরেই থাকো,
আমার ছন্দে মিশে থাকো, বাজো শুধুই আমার সুরে।
তুমি, শুধুই তুমি মিশে আছ,
আমার শেষরাতের আদরে।
আমি বেঁচে আছি আজো;
এই অমানবিক শহরে।