এ মহা দুর্যোগে;সূর্য ওঠার আগে।
এক জোড়া উষ্ণ নিঃশ্বাসে।
চেয়েছি, তোমায় পাশে।
নিঃশব্দ-কোলাহলে, বিনিদ্র রাতের শেষে।
অনিঃশেষ আবেশ জড়িয়ে!
ভেবেছি সুখে নিদ্রা যাব,
আমি ক্লান্ত-পরিশ্রান্ত; অবশেষে!
কতকাল! কত রাতের অন্ধকারে।
অপেক্ষার অভিশাপে!
আমি জীর্ণ-শীর্ণ আত্মার অবয়বে।
তোমার ছোঁয়া অধরা!
এই নিদারুণ নষ্ট বৈভবে।
এ মহা দুর্যোগে! শেষ'টা নামার আগে।
তোমাকে চেয়েছি অসহ্য, নিষিদ্ধ আবেগে!!!