দুটি মানুষের দুটি সমঝোতা ;
অবাধ্য আবেগে নিদ্রাহীন শহরে
ভেজা চোখে তারা গুনে
রাত কাটায়।
চোরা চোখে
আপোষের সংসারে আজো সুখ পাখি খুঁজে বেড়ায়।
তবু হায়! লুকিয়ে রাখা হাত ঘড়ি হাত খোঁজে
চোখ বোজে অবেলায়।
মন সাথী সুখ পাখি নীড় খুঁজে অন্ধকারে ডানা ঝাপটায়।
তুলে রাখা নীল শাড়ী, মন বাড়ীর দরজা খোলা তবু নষ্ট প্রতীক্ষায়।