এ বড় খারাপ শহর অন্ধকারে।
এ কেমন নষ্ট জীবন ঠাণ্ডা ঘরে গুমরে মরে।
যে কথা বলতে গিয়ে থেমে গেলাম বারে বারে।
সে কথা জেনেছি আমি,
তোমার চোখে চোখটি রেখে।
জেনেছি, মোহনাতে পথ হারানো নদীর কথা।
নোনা জল মুক্ত হয়ে সাজিয়ে দিল চোখের পাতা।
এখনও ভাবছি, বেঁচেই গেলে বুঝি এমন করে।
ত্রিভুজ প্রেমের গল্প জমে শুধু সুখ-সায়রে।