বন্ধুত্ব সারাজীবন থাকে অন্তরে,
সময় শুধু ভিন্নতা তৈরি করে
মা হল , সেরা বন্ধু কাছে একটি দুধের শিশুর।
যখন হাঁটতে শিখি বন্ধু আমার পরিবার,
হাঁটছি আমি আনন্দ যেন সবার।
ঘরগন্ডি পেরিয়ে যখন আমি মাঠে যাই,
কত খেলার সাথী বন্ধু যেন সবাই।
মা বলছিল, স্কুল নাকি পড়াই ঘিরা।
স্কুলে যেদিন দিলাম পাড়া।
ওমা এ তো দেখি বন্ধুর মেলা,
বুঝি, বন্ধু মানে শত মজা -খেলা।
শিক্ষাজীবনে যখন আমি নবমে
আসল বন্ধুত্ব বুঝেছি এ সময়ে।
বন্ধু মানে নয় শুধু আর মজা খেলা।
বন্ধু আমার গোপন খাতা ত্যাগ,
আর এক পৃথিবী সমান মায়া।
চোখ ভরা পানি নিয়ে ,গেলাম কলেজেতে
লাগলো না সময় নতুন বন্ধু জুটাতে।
তবে পারিনা পুরাতন বন্ধুত্ব ভুলতে।
কলেজ শেষে ব্যস্ত হয়ে জীবনের
বিশাল সংগ্রাম এক লক্ষ পূরণের।
মনে পড়ে কি বন্ধু আর তোদের?
ধীরে ধীরে আসিলাম বিবাহ জীবনে,
বন্ধু শুধুই এখন পুরাতন অ্যালবামে,
যত্নে অভাবে সেটাও ভরেছে ধুলো জমে।
কোল আলো করে এলো আরেক বন্ধু
তোকে নিয়েই শত ব্যস্ততা শুধু।
সবশেষে আজ আমি থুড়থড়ি বুড়ি,
বন্ধুত্বের স্মৃতিগুলো আজ শুধুই আহাজারি।