কিছু শূন্যতা কখনো হয় না পূর্ণ
জেসমিন জাহান


কিছু শূন্যতা কখনো হয়না পূর্ণ
কিছু স্মৃতি সযত্নে থাকে তোলা
কিছু কথা নিশিদিন জেগে থাকে
কিছু সুর যায় না কখনো ভোলা।


কিছু আশা গহিনে প্রদীপ জ্বালে
কিছু স্বপ্ন বীজ বোনে দুরাশার
কিছু প্রাণ চেতনা জাগায় মনে
কিছু মৃত্যু পারি হয় পারাবার।


কিছু কষ্ট অপ্রকাশিত রয়ে যায়
কিছু ফুল ঝরে পড়ে অগোচরে
কিছু ভুল অযাচিতে বাঁধে বাসা
কিছু প্রত্যাশা গোপনেই কেঁদে মরে।


কিছু উচ্চাশা ভুলের মাশুল গোনে
কিছু মুহুর্ত আঁকে জীবনের ছবি
কিছু মোহ কড়া নাড়ে করিডোরে
কিছু প্রাপ্তি আলোড়িত করে খুবই।