মধ্যরাতের পর্যটক
জেসমিন জাহান


যোজন যোজন দূরে গিয়ে
আজ তুমি কেমন আছো, বলো?
খুব জানতে ইচ্ছে করে
সেদিনের বিকেলটা আজ হঠাৎ
চোখের খুব কাছে এসে দাঁড়ালো
ঝলমলে সেই গোধূলির রঙ
হুড খোলা রিকশায় দুজনে
কৃষ্ণচূড়ার লাল চুইয়ে পড়ছিলো
পিচঢালা রাস্তার মাঝ বরাবর
সন্ধ্যাটাও নেমে এসেছিলো
ট্রাফিক পুলিশের হাতের মুঠোয়
আলো আঁধারের গল্পগুলো
পাখা মেলছিলো একে একে
তোমার কী একটুও মনে পড়ে
মন ছুঁয়ে দেয়ার মুহুর্তটিকে!
জানি ভালো নেই তুমিও
তোমার শূন্যতা চারিদিকে  
অস্পষ্ট স্বরে শুধু বলছে,
কতটা একা হয়ে গেছি আমি
আমার একাকী স্বপ্নে
তোমার বিচরণ অনুভব করি
জানি কোনো এক পূর্ণিমা রাতে
জোছনার বৃষ্টিতে ভিজতে
আবার ছুটে আসবে এ প্রান্তরে
আনন্দাশ্রু ফোঁটায় ফোঁটায়
টুপটাপ ঝরবে এ কপোল বেয়ে
সত্যি বলছি তোমায় আজ
নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো
মধ্যরাতের পর্যটক হতে
আমার একটুও আপত্তি নেই
দীঘল চোখের দৃষ্টি ছুঁয়ে বলছি
যদি আবার এ শহরে পা রাখো
আমি তবে রাজপথ হবো
তোমার আত্ম প্রত্যয়ী হৃদয়ে
জমা রাখবো আমার
আজন্ম লালিত গভীর বিশ্বাস।