নিরব অবগাহন
জেসমিন জাহান


বুঝে গেছি প্রিয়জন
আমাকে তোমার নেই আর
কোনোই প্রয়োজন
তুমি শুধুই লাভের কারবারি
কিন্তু কী জানো!
লাভ লোকসান
দুটোই আমার চাই
এখানেই হয়েছে আমার
তোমার সাথে আড়ি।


এখন কোনো অনুভূতি নেই
নেই অস্থিরতা
বৃষ্টি জলে দিয়েছি ধুয়ে
সকল আকুলতা
বর্ষণ হোক অঝোর ধারায়
ভেসে যাক প্লাবনে
মন ডুবে যাক কষ্ট সায়র
নিরব অবগাহনে
অশ্রুলিপির কাব্যগাঁথা
লেখা হোক শরবনে
বুকভাঙা সেই হাহাকার মনে
পড়বেই ক্ষণে ক্ষণে।