নিশি প্রভাত কালে পাখি সব কোলাহল করে।
শিশু বাচ্চা ডাকিতেছে মা তুমি খেতে দাও মোরে।
ভোমর বুড়ি ফুলের মধু পান করিয়ে,
গুনগুন করে গাইছে সুমধুর গান।
তাই শুনিয়া আজি আমার ভরে গেল প্রাণ।
সুন্দর পৃথিবীতে এসে মানুষ ও পশু পাখি সবে আনন্দ করে।
মইরা যাইতে হবে একদিন অন্ধকার কবরে।
এই পৃথিবী কাহারো আপন নয় সবাইকে ছেড়ে চলে যাবে একদিন জানি হো নিশ্চয়।
হাওয়ায় উড়ে যাবে জীবন দেহ রবে পরে।
ছেলে মেয়ে কাঁদবে কত ভাসিবে চোখের জলে।