বিদ্যার দেবী তুমি মা সরস্বতী,
সৃষ্টিকর্তা করিল তোমায় বিদ্যার অধিপতি।
এত বিদ্যা দিল তোমায় সাগর সমান।
তুমি যাকে কৃপা করো সেই জন হয় কবি, রয়েছে প্রমাণ।
বিদ্যার দেবী তুমি সবার শ্রেষ্ঠ জ্ঞান
তাইতো প্রতিবছর পুজিব তোমায় দিয়ে মনো প্রাণ।
সৈনিক শিক্ষক জীবনে তোমায় স্মরণ করি।
যখনই তোমার বই কলম মোরা হাতে ধরি,
তোমায় ভালোবেসে মাগো কত প্রণাম করি।
ছাত্র-ছাত্রী পূজিবো মোরা শিক্ষার কারণ।
বিদ্যার দেবী কৃপা হলে হইবে সুখের জীবন।
মোদের নয়ন জল ফেলে প্রার্থনা করি, ডাকবো বারবার।
তোমার শিক্ষা দিয়ে মা এ জীবন ধন্য হইবে আমার।