ফলহীন বৃক্ষ যেমন,
ফল নাহি ধরে।
আকাশ দিয়ে উড়ে যায় পাখির ঝাঁক,
সেও ইনসাল করে।
বৃক্ষ তখন বলে এসে,
আমার ভাইয়ের ফল খেয়ে আছিস বেঁচে।
একই বৃক্ষ মোরা ভাই ভাই,
আমার ভাইয়ের ফল ছাড়া তোর বাঁচার উপায় নাই।
যখনই বৃক্ষ এই কথা বলে,
তখনই পাখিরা চুপ করে যায় চোখের পানি ফেলে।
যার ফল খেয়ে যাও,
তারে অবহেলা করে যাও তুমি।
ইহার উত্তর পেয়ে গেলে,
ভেবে চিন্তে বল কথা,
এখন ফেলে যাও চোখের পানি।