১৯৭১ এ বাজিল যুদ্ধ,
বাঙালির জীবনে নামিলো দুঃখের ঝড়।
৩০ লক্ষ বাঙালি হয়েছে শহীদ,
আজ তাদের কাঁদিছে অন্তর,
নয়টি মাস যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর পেয়েছি স্বাধীনতা।
ইতিহাসের লেখা থাকবে সেই দিনগুলির কথা।
যেমন অন্যায় করেছিল তারা, দিয়েছি তেমন ফল।
দেশ ছেড়ে চলে গেল ফেলিয়ে গেল কত চোখের জল।
মাতৃভাষা বাংলা মোদের বাংলায় কথা বলি।
সোমুরা সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি।
স্বাধীনতা পেয়ে মোরা হয়েছে কত খুশি।
ছেলেমেয়েরা জাতীয় সংগীত গায়,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।