পৃথিবীতে মানুষ হয়েছে বেশি তাইতো সবার কষ্টের জীবন।
মাছ পশুপাখি সবার কষ্ট দেখি শুধু মানুষের কারণ।
আগের মত নাইরে বোন পাখিরা থাকে অনাহারে।
নদীতে চলতে পারেনা মাছ জাল দিয়ে মারে।
রাত হলে শিয়ালের ডাক জঙ্গলে ছাড়ে।
দেশ ছেড়ে গেল শকুন থেকে অনাহারে।
রাত হলে জোনাক জ্বলে দেখছি নয়ন ভরে।
কোথায় গেল জনক গুলি ভেবেছি অন্তরে।
এত মানুষ হইল পৃথিবীতে কি বলিব আর।
বন জঙ্গল কেটে মানুষ করছে ছারখার।
যত কষ্ট দিয়েছে মানুষ সবার জীবনে,
তাইতো কষ্ট দিন যায় মানুষের শুধু ইহার যার কারণে।