সুখের ঘরে দুখের আগুন জ্বলবে সবার ঘরে।
আগের নিয়ম-নীতি উঠে গেছে শান্তি মোদের,
আর কোনদিন আসবেনা আর ফিরে।
নদীতে নাইরে মাছ, গোলায় নাই ধান, মানির মান চলে গেলে থাকবে না তার মান।
আগের মত নাইরে সুখ,
পৃথিবীর মানুষ হয়ে গেছে বেশি,
দুখেতে পড়িয়ে মানুষ কাঁদছে কত বসি।
মেয়ের বাবা কাঁদছে কত ভাসছে চোখের জলে।
ছেলেরা আর বিয়ে করেনা যৌতুক নাহি হলে।
ছেলের বাবা যৌতুক নিয়ে সুখে করছে বসবাস।
যৌতুক দিয়ে মেয়ের বাবার হইলো সর্বনাশ।