ধরলা নদীর তীরে যখন ছিল আমার বাড়ি
কত সুখে ছিলাম আমি বলিতে  না পারি।
যখনই  বিধাতা বৈমুখ হইলো মরে
জায়গা-জমি,ঘর-বাড়ি নদী নিয়ে গেল কেড়ে
কি করিব, কোথায় যাব? ভেবে কূল নাহি পাই
ক্ষুধার জ্বালায় মোর, জীবন হইলো ছাই ।


পরিবারের লোকজন, সেও মরে শত্রু মনে করে।
মনে মনে ভাবি আমি, আর চোখের পানি ঝরে,
বড় আশা করে আমি যাই বন্ধুর বাড়ি।
বন্ধু তখন আমায় দেখে,যায় অন্যদিকে চোখ করি।
এই বন্ধু গিয়েছিল কত আমার বাড়ি।
মাথার মণি বলে তারে আমি কত আদর করি।
সেও বন্ধু আমায় দেখে গেল আজি ছেড়ে,
কেমনে বাচিবো আমি ভেবেছি অন্তরে।
কিছুদিন পড়ে,
সৃষ্টিকর্তার দয়ায় মোর সুখ আসিল ফিরে।
পরিবারের লোকজন তখন মাথার মনি বলে মনে করে।
বন্ধুবান্ধব তখন আসে ঘন ঘন।
অতীতের কথা মনে পড়ে মোর ভেঙ্গে যায় মন।
সুসময়ের বন্ধু হায়রে, অনেকেই হয়
দুদিনের বন্ধু, কেউ কারো নয়।