সাগরের জলোচ্ছ্বাসে, কত মানুষের হয়েছে মরণ।
তবুও তারা সাগর ছাড়েনা,
সাগরের পাশে করেছে বাস ভবন।
সাগরের তীরের মানুষ,
থাকে না তো অনেক দূরে।
মহা জলোচ্ছ্বাস হয় না কেন,
তবুও তারা সাগরের পাশে সারা জীবন বাস করে।
যেখানে যার জন্ম হয়েছে,
সেটাই তার বাসস্থান।
মহা কষ্টে হলেও তারা,
নাহি যেতে চায় অন্যখানে প্রাণ।
জন্মভূমির এমন মায়া বলা নাহি যায়,
মহা কষ্টে হলেও তারা ঐখানেতে জীবন ও কাটায়।
জন্মভূমি দেশ ছেড়ে যে জন বিদেশেতে যায়।
দেশের কথা মনে হলে তখন তারা ফিরে আসতে চায়।
যেদিন আমার জন্ম হয়েছিল,
সেদিন এই জন্মভূমিতে হয়েছিল আঁতুড় ঘর।
মরিলে যাইবো আমি,
এই মাটিতে যেন হয় আমার কবর।