আসিল পহেলা বৈশাখ জাগিল কত আশা।
সুখেতে যাইবো দিন বাঁধিব সুখের বাসা।
নতুন বস্ত্র পড়ে মরা হয়ে যাই খুশি,
ইলিশ মাছ আর পান্তা ভাত খাইতে খুবই ভালোবাসি।
পহেলা বৈশাখের দিনে কত রঙ্গের ছড়াছড়ি।
ছেলেমেয়েরা আজ খুশিতে যায় গড়াগড়ি।
সবাই মিলে আনন্দ করি শিল্পীরা গায় শুধু।
পহেলা বৈশাখের গান তাই শুনিয়া সবার আজি ভরে গেল প্রাণ।
হলুদ কাপড় পড়ে মেয়েরা কলস লইয়া যায় নদীর তীরে।
বর কনে সেজে তারা যায় গরুর গাড়িতে চড়ে।
কত উৎসব করছি মোরা পহেলা বৈশাখের দিনে।
ছেলেমেয়েরা খেলছে খেলা লেগেছে পহেলা বৈশাখের মেলা।
তাই দেখিয়া দাদা-দাদী হাসে মনে মনে।