সুখের দিন চলে গেল ভাঙলো সুখের ঘর।
সবাইকে ছেড়ে চলে যাব হয়ে যাব পর।


তোরা সবাই সুখে থাকো বাঁধ সুখের বাসা।
সময় হলে তোরা যাবে করণা এই দুনিয়ার আশা।


জীবনের মেলা ভেঙে গেল জোড়ার  সময় নাই।
তোরা সবাই সুখে থেকো আমি চলে যাই।


যাওয়ার সময় হয়ে গেছে থাকবো না আর ঘরে।
সবাইকে ছেড়ে চলে যাব আমি আজ অনেক দূরে।


ক্ষনিকের জীবন নিয়ে,
অন্যায় ভাবে মানুষের সম্পদ নিয়ে করেছি  টানাটানি।
মরনের সময় সবকিছু ছেড়ে চলে যাব,
ফেলে যাব চোখের পানি।