সৈনিক নিয়ে চিন্তা করি আর ভাবি কত মনে।
দেশেতে বাজিল যুদ্ধ কি হবে সৈনিকের জীবনে।
শত্রু এসে দেশে যখন করে আক্রমণ।
জীবনের ভয়ে পালিয়ে যায় তখন জনগণ।
সৈনিকের ধর্ম হইল দেশ রক্ষা করা।
দেশের জন্য শহীদ হয়ে যায় সৈনিক হয়ে যায় আত্মহারা।
যুদ্ধের মাঠে যে সৈনিক শহীদ হয়ে যায়।
সৈনিকের রুহু গুলি বেহেস্তের বাসি হয়।
ছেলেমেয়ে আশা করে না তারা পরিবারের কথা যায় ভুলে।
জীবন দিয়ে দেশকে রক্ষা করে সৈনিক আর চোখের পানি ফেলে।
সৈনিক দেশের বড় শক্তি তারাই বোঝে জন্মভূমির কত মান।
সারা জনম গাইবো মোরা শহীদ সৈনিকের গুনগান।