নেত্রী তুমি যত করেছো বাংলার উন্নয়ন।
তোমায় নিয়ে ভাবছে আজ বাংলার জনগণ।
পূর্ব বাংলা নিয়ে মুজিব ভাবে কতদিন।
কেমন করে এই বাংলাকে করিব স্বাধীন।
এই ভেবে মুজিব তখন করে আন্দোলন।
নয়টি মাস যুদ্ধ করে পাইলো স্বাধীনতা,
অবশেষে হইল তাহার মরন।
ঔষধি গাছের ছাল কবু নাহী রয়,
অন্যের সেবা করে তারা জীবনও হারায়।
বাঙালি বুঝত যদি স্বাধীনতার কত মান।
তবেই গাইতো তারা মুজিবের গুনোগান।
অনেক বাঙালি ভাবসে বারবার,
মুজিব ছাড়া কি এই বাংলা হইত আমার।
মুজিব যাহা করেছেন এই বাংলার জন্য।
তাহার অবদানে পেয়েছি স্বাধীনতা,
আজ আমাদের জীবন হয়েছে ধন্য।