ওই দেখা যায় পর্দা সেতু,সেথায় আমার গাঁ।
ওইপারেতে মামার বাড়ি, আম বাগানের ছা।
পদ্মা নদী পার হয়েছিলাম কত কষ্ট করে।
কতদিন পরে যে মামার বাড়ি গিয়েছিলাম,মনে নাহি পরে।
এখন পদ্মা সেতু হয়েছে মামার বাড়ি আসলাম তাড়াতাড়ি।
আমায় দেখে মামি খাইতে দিল আম,কাঁঠাল,চিড়া, মুড়ি।
পদ্মা সেতু হয়ে এখন পেয়েছি কত সুখ।
পদ্মা নদীর শীতল হাওয়ায়,জুড়ে যায় বুক।