আয়রে আয় নবীন ছেলের দল যাই নদীর তীরে।
ফুটেছে কত কাশফুল ওই বালুর চরে।
এমনিতে বর্ষার দিন নদী হয়েছে ভরা।
কত সুন্দর ফুটেছে কাশফুল, তাই দেখিয়া মোরা সবাই হয়েছি আত্মহারা।
আকাশে জমেছে মেঘ বৃষ্টি পড়ছে ঝর ঝরে।
কুল কুল করে ডাকছে নদী যায় সাগর ভরি বাড়ে।
পাল তুলিয়া নায়ের মাঝি যায় উজান তরে।
বট বৃক্ষের তলে বসে কবি, মনে মনে চিন্তা করে।