কি গড়ালো এত বড় পৃথিবী।
রাত হলে ওঠে চাঁদ, দিনে ওঠে রবি।
আঁখিছে সে নীল আকাশ, আর নদ নদী।
আকাশেতে বায়ু বয় দিনরাত্রি।
আঁখিছে ধরণীতে কত কাট বন,
সেখানেতে বাস করে পশুপাখি কত লোকজন।
ভেবেছি এখন করেছে সেই সৃষ্টিকর্তা একজন।
পৃথিবীর শ্রেষ্ঠ তুমি সভাতে আছে তোমার মন।
তাইতো সুন্দর করেছো তুমি এত বড় ভুবন।