মানুষ কবে মানুষ হবে-
বিবেক আর জ্ঞানে-গুণে?
হাতটা কবে রাঙবে না আর-
আপন ভাইয়ের রক্তে-খুনে!


মানুষ পোড়া গঁন্ধে কবে-
বাতাস নাহি ভারি হবে।
সবাই মিলে-মিশে কবে-
একই ছাদের নিচে রবে ?
ককটেল আর গ্রেনেড ফেটে-
ঝলসাবে না একটা দেহ।
সেই দিনটি আসবে কবে?
বলতে পার তোমরা কেহ?


তোমার রক্ত আমার রক্ত-
সব রক্তেরই এক রঙ দেখি।
তোমার হতেই রক্ত নিলেম
মানুষ তবে হলেম সেকি?


সন্তান হারার চোখের জলে-
মনুষ্যত্ব নয় বিফলে।
মানুষ হওয়া স্বার্থক হবে-
মনুষ্যত্বে মানুষ হলে।