আকাশে আজ চাঁদ উঠেছে
জ্বোনাক গুলো বেড়ায় উড়ে।
সেই তুমি আজ সেই তুমি নেই
চলে গেছ অনেক দূরে।
বুকের মাঝে শূন্যতা এক
শুকিয়ে যাওয়া মরা নদী।
সেই নদীটা খাঁ-খা করে
স্রোত ছিল যার নিরবধি।


এখন আমায় কেউ ভাবে না
কেউ বলে না আমার কথা।
কেউ করে না গল্প আমার
কেউ বোঝে না আমার ব্যথা।
....... (সংক্ষেপিত)