এ শহর মৃতের শহর,
ধুলো বালি ইট কাঠ পাথর।
হাজারো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে মানবতা।
এখানে দিন যায় রাত আসে,
ল্যাম্প পোস্ট তখনও ঘুমোয় না।
ভোরের সূর্যের সাথে বাতাস-
নবান্নের ধানের গন্ধ বয়ে আনে না।


এখানে কেবলই ব্যস্ততা আর অস্থিরতা।


কখনো ভোরে ওপারের ডাক ভেসে আসে কানে।
আলোক রশ্মি তে ভরে যায় আকাশ।
যেন শত সহস্র স্বর্গ দূত নেমে আসছে ভূমিতে।
আমার মাথা নত হয়ে যায় তোমার দ্যূতিতে।।


তারা আমায় মনে করিয়ে দেয়।
মনে পড়ে যায়, আমিও মানুষ।


হে প্রভু ক্ষমা করো আমায়।
আমি বিসৃত ছিলাম এতটা কাল এতটা সময়।
জীবনের উদ্দেশ্যে হারিয়েছে গতিপথ,
যেন, পম্পেই নগরীর ভস্ম হতে উত্থিত দুই হাত-
আজ অগ্নি দগ্ধ হতে হতে কেবলই,
কেবলই করুণা ভিক্ষা করে যায়।
আর বলে,
আর বলে ক্ষমা করো আমায় প্রভু।
প্রভু ক্ষমা করো আমায়।।