ভোরের আলো উঁকি দিয়ে চাই,
সুপ্রভাত বলে প্রকৃতিকে কাছে পাই।
শুভ্র নীল আকাশে নয়ন দৃষ্টি যায়,
কুয়াশার শিশির ভিজিয়েছে আমায়।


পরিচিত শহরে চেনা-অচেনা রাস্তা,
মনে প্রানে জাগ্রত হয় আস্থা।
মধুর সুরে ভেসে আসে কোলাহল,
লোকালয়ে পূর্ণ মানুষের চলাচল।