২১ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ,
বাইরে বৃষ্টির রিনিঝিনি শব্দ।
হাড় কাঁপুনি শব্দের গান,
শীতের হয়তো বিদায়ের আহ্বান।
উষ্ণতা খুঁজে ফিরে মন,
বসন্তরে জানাতে চাই আমন্ত্রণ।
তুমি এসো এতটুকু উষ্ণতা নিয়ে,
অপেক্ষা করো পথের বাঁকে মিলিয়ে।
এতটুকু ফিরে দেখো কুয়াশার মাঝে,
ভীতু ভীতু নয়নে রেখো হৃদয়ের ভাঁজে।
যখন বসন্ত এসে দাড়াবে পাশে,
তুমিও থেকো সেথা আমারই কাছে।
এক সাথে পাড়ি দিবো চৈত্র খরা,
যখন থাকবে দুচোখ বৃষ্টি ভরা।
অথবা সময়ের তাপ দাহ সয়ে,
পূর্ণ করো আমায় যা যায় ক্ষয়ে।
শীত শেষে তবে আহ্বান জানায়,
বিশ্বস্ততায় পরিপূর্ণ করো কানায় কানায়।