রাখেনি খেয়াল    ভেঙেছে দেয়াল
      গেয়েছে খেয়াল রাতে,
মেরেছে আপন    অধরা স্বপন
      যারা ছিল তার সাথে!


এসেছে জোয়ার   ভেসেছে গোঁয়ার
       জীব-কুল হতবাক!
আপনার হাতে      বাসর সাজাতে
       পাইনি গোলাপ,ডাক!


এসেছে হায়না     মধুর বায়না
     ডাইনির স্নেহ বুকে,
ভেঙেছে আসর   বাজিয়ে কাঁসর
      জলসাঘরেতে ঢুকে!


তুলে দিয়ে পাল    চলেছিল কাল
        কূলের আশার লাগি,
পানিহারা হাল      হয়েছে বেহাল
        আগ্রাসী, সাজে ত্যাগি!


মনের ময়না        আর তো কয় না
       ভুলে গেছে তার বুলি,
সমাজের বুকে      মুখোশের মুখে
        হাসে পেত্নীর খুলি!