বৈশাখ মানে ভোরের পাখির
        ঘুম ভাঙানো গান,
এ যেন নতুনের শুরু নয়,
     পুরনোর আহ্বান।
বৈশাখ মানে আবার যেন
    তোমায় মনেকরা,
মনের গহিনে বন্ধ দরজায়
    আবার কড়া নারা।
বৈশাখ মানে শেষ বিকেলের
      রক্তাত সূর্যাস্ত,
যেদিন আমার ভালবাসা
      হয়েছিল পরাস্ত।
বৈশাখ মানে তুমি বিহীন
       সারাদিন একা,
পুরান স্বৃতি ধুয়েমুছে আবার,
     জাদুঘরে তুলে রাখা।