আমিতো সাজাই ঘর একমনে,
যেন স্বপ্নের জাদুকর
একচিলতে ভাঙাচোরা  মনে -
বাঁচার  বাতিঘর..বাতিঘর..বাতিঘর।


ভাঙছে মন,ভাঙছে শরীর তবুও কিছু বায়না
নষ্ট চাঁদ বাড়িয়ে তোলে গোপন প্রেমের জ্যোৎস্না।


কাঁকর পথে দিচ্ছি হামা-কোথায় হারায় মনোরমা
আদুর গায়ের লজ্জাস্মরম রাখছে দেখি টাকায় জমা।


ভাঙছে ঘর,আপন-পর ,মিথ্যা দেখি বাসররাত
প্রজাপতির ভাঙছে ডানা অবহেলায় মনফাগুন
শুকনো ফুল গন্ধ বিহীন ,ফুলশয্যাই সারৎসার
স্বপ্নগুলো সাজিয়ে রেখে  চিতায় পোড়ায় মনআগুন।


বাড়ছে বয়স,জীর্ণ শরীর কমছে দেখি মায়া
চোখের পরে ভাসছে কেবল পেছনের ছায়া।


নয়নের যমুনার বেদনার বালুচরে -
পাওয়ার আশায় ভাঙাঘরে আজও রয়েছি পড়ে।


তবুও সাজাই  অবচেতনে
যেন সব পূরণের জাদুকর
ভাঙাচোরা একচিলতে মনে-
এখনও বাঁচার  বাতিঘর..বাতিঘর..বাতিঘর।