তারপর,


মানুষেরা ভালোবাসা দেখায়। কেয়ার নেয়। দ্রুত রিপ্লাই দেয়। প্রায়োরিটির সর্বোচ্চে রাখে।


ভালোবাসি বলে। স্বপ্ন দেখায়।


ভেসে আসা মেঘের মতো আবার হারাইয়া যায়।


আমাদের আর বাঁচতে ইচ্ছে করেনা, তবুও বাঁচি। সত্যি হাসিটা হারিয়ে সমাজে খিলখিল করে মিথ্যা হাসি।


সবশেষে আমরা সমস্বরে বলি, ভালোবাসা সুন্দর, জীবন সুন্দর।


এইটাই হইলো চরম রকমের স্বান্তনামূলক বাক্য।