মিথ্যে প্রেমের দিব্যি দিয়ে বলছি ,
আজও ব্যর্থ প্রেমের সকল
স্মৃতি বহন করে চলছি।


পেয়েছিলাম স্বর্গসুখ তোমার অভিনয়ে ,
করেছিলে প্রেম সার্থক মিথ্যার আশ্রয়ে।


অতঃপর একদিন ফুরালো প্রয়োজন ,
হয়ে গেলো নিষ্প্রয়োজন
অভিনয়ের সকল আয়োজন।


তোমার প্রেম ব্যাস্ত ভীষণ
ঘন ঘন বদলায় মন
নতুন নতুন মানুষ বাঁধে
নতুন নতুন ফাঁদে ,
আমার হৃদয় উজাড় করে প্রেম বোকামির তকমা পেয়ে অঝোরে কাঁদে।


করেছো রক্তাক্ত হৃদয় ধারালো বাক্যবাণে ,
ফুরিয়েছে প্রয়োজন ভালোবাসার কামনার অবসানে।
দগদগে ঘা ক্ষত গভীর ,
কখনো ব্যাস্ততা করেছে আড়াল ,কখনো নিবিড়।


তবুও সকল ব্যাথা ভুলে
অভিমানের শিকল খুলে
প্রেম আজও জীবন্ত ,
উন্মুক্ত আজও তার তরে
মনের সকল দিগন্ত।