ভারতমাতার  সুখ নাই
দেশ জুড়ে যত ভ্রষ্টাচার
জনতা নীরব কোথা যাই
এই স্বাধীনতা কী আমার?


লক্ষ শহীদেরা দিলো প্রাণ
শৃঙ্খল মোচনে ভারত মা
দুখের সাগরে ডাকে বান
তাঁদের জীবনে জুটলো না।


অশ্রু অবিরত ঝরে মার
এই স্বাধীনতা যে চাননি
মানুষের কষ্ট দেখে তার
অবিরাম ব্যথা পান তিনি।


রাখতে মায়ের মান খানি,
সবাই এগোও যে এক্ষুনি।