এই তো সেইদিনের কথা, ছিলাম সবাই ছত্র গাথা
পত্র যেমন আকড়ে ধরে কচি ডালের বুক,
আমরাও তো ছিলাম সবাই চেয়ে সবার মুখ,
সকাল, দুপুর, সন্ধ্যা ভুলে কাটিয়ে দিতাম দিন
  বটবৃক্ষ সাক্ষী দেবে,ভুলবে না মোদের ঋন,
  স্কুলের ওই বারান্দাটা নেই তো খালি আজও
  গোধূলি বেলার সূর্য তুমি কি আগের মতোই সাজো?
  মাঠের বুকে এখনও ঠিকই গড়ায় কত খেলা,
  হয়ত শুধু নেই মোরা কতক ছন্নছাড়া,  
  ক্লাসের ফাঁকের আড্ডাগুলো বড্ড পরে মনে
  হারিয়ে যেতে ইচ্ছে করে ওই দিগন্তের পানে
  ধরতে আবার ইচ্ছে করে সেই মাতাল গান
  কিন্তু কোথায় হারিয়ে গেল সেই গানের টান।
  কত-শত নস্টালজি কত মধুর স্মৃতি  
  ফিরে জানি আর পাবো না কভু পড়ে যাবে তা চাপা,
  কৃতজ্ঞতা জানাই তবু তোদের সবাই তরে
  ভালো থাকিস যে যার মতো নিজ নিজ প্রান্তরে।