কার বিহনে বিষন্ন ক্ষণ কোন বিরহের জ্বালা?
কার বিরহে পড়েছে আজ মনের ঘরে তালা?
ঝিরিঝিরি জলের ছোঁয়া হৃদের আলাপন,
মনের সাথে বোঝাপড়ায় চিত্তে চলে রণ।
মন খারাপের ক্ষণে এলো হঠাৎ এমন বৃষ্টি!
মনের গহীনে হলো যেন ফুলের কাব্য সৃষ্টি।
রিমঝিমঝিম বৃষ্টির জলে দহন ধুয়ে সাফ,
মেঘ বায়ুতে অন্তর জ্বালা দূরেই উড়ে যাক।
বৃষ্টির জলে খেয়াল খেলায় গা ভিজিয়ে নে,
বিষন্নতার ভাবনাগুলো আজ উড়িয়ে দে।
কষ্টগুলো মেঘের জলে হোক না পরিচ্ছন্ন,
বৃষ্টি যখন এলোই হঠাৎ বিষন্নতা কার জন্য?