"
পুষিয়ে রাখা হাজারও অভিমান জমেছে পাহাড়সম,
বিরহ ছুঁয়েছে আমার আঙিনা ব্যাথিত হৃদয়মম।


নিভৃতে কেটেছে দিবস রজনী খুঁজে ফিরি বারেবার,
জিজ্ঞাসু মনে প্রশ্নের বান, বাকী কি আর হারাবার?


ভাঙা হৃদয়ের চাপা আর্তনাদ বুকের গভীরে ক্ষত,
কার্নিশে জমা অশ্রুধারা ঝরে না আর অবিরত।


স্মৃতির দেয়াল আবছা আঁধার পরে আছে বেরঙিন,
পিছু নাহি ছাড়ে বিষাদের ছায়া রয়ে যাবে অমলিন।


দেখিবে ক'জন আহত এ মন মরে যায় প্রতিক্ষনে,
কত যাতনায় ভাঙছে হৃদয় বিধাতাই শুধু জানে।


            Copyright  - বিষাদনীড়