ঠাকুর তুমি কবিতায় আছো জেগে।
তুমি বিচরণ করো নীল গগনের মেঘে।
তুমি আছো ভুবন ভরা গানে গানে।
আজো আছো তুমি বাঙালির মনেপ্রাণে।


এক বৈশাখ থেকে আরা এক শ্রাবণ,
কবি এই তো ছিল তোমার জীবন।
তুমি গান কবিতা লিখেছিলে ঘুরে দ্বারে দ্বারে।
তুমি কবি রূপে শ্রেষ্ঠ বিশ্ব মাঝারে।


পঁচিশে বৈশাখ স্মরণীয় সুর ছন্দ গানে গানে।
সঙ্গীত শিহরণ জাগায় বাঙালির প্রাণে।
সাহিত্যের জগতে তুমি বাদশা বেতাব।
তুমি আনলে বিশ্ব কবির খেতাব।


তুমি না আসলে কেষ্টকে কি পাওয়া যেত?
তুমি না এলে পুরাতন ভৃত্য কি সৃষ্টি হত?
তুমি না এলে অমল দৈআলা কি দৈ বেচত?
তুমি না আসলে গোরা গল্প কি লেখা হত?


তোমার জন্য হতভাগ্য উপেন পেলাম।
দুই বিঘা জমির পরিনতি জানতে পারলাম।
তুমি কাঁধে তুলে নিলে শিশুর পাঠ।
ওদের জন্য রচনা করলে সহজ পাঠ।


বিশ্ব মাঝারে বাংলাকে করলে শ্রেষ্ঠত্ব দান।
তুমি হলে বাংলা মায়ের অমর সন্তান।
ভারতবর্ষের একদা তুমি গর্বের কবি।
বাঙালির হৃদয়ে গাঁথা শ্রদ্ধেয় বিশ্বকবি ।