মাঝরাতে শোরগোল---চোর চোর চোর
শয্যা ত্যাগ করে দ্রুত লাগালাম দৌড় ,
পৌঁছে গিয়ে দেখিলাম-চোর মৃত্যু প্রায়
অসংখ্য কিল ঘুসি লাগিয়াছে গায় ।


যারা তাকে মেরে ছিলো,সবে গেছে চলে
বুঝে যায়-মরে যাবে তাই গেছে ফেলে ,
কাছে গিয়ে জিজ্ঞাসিনু-কেন হলে চোর ?
চোর আমি নই বাবু ভাঙ্গিনাই দোর ।


ক্ষুধার জ্বালায় আমি নর্মদার তীরে
উঠায়ে ছিলাম ভাত-এক এক করে ,
অট্টালিকা থেকে রব-চোর-চোর উঠে
সকলে ঝাঁপিয়ে পড়ে-মারে শিরে পিঠে ।


কর্নপাত করিল না,কোনো লোকজন
মৃত্যু মোরে ডেকে বলে-কর আলিঙ্গন ,
দানবের এই বিশ্বে সবকিছু হয়
এই মর্ত্য পাতাল ছাড়া আর কিছু নই ।


চেঁটে খেয়ে এটোঁ পাতা ,করেছিনু পাপ
মৃত্যুতে দুঃখ নাই !নাই অনুতাপ,
কেবা এলো,কেবা গেলো,কেবা খোঁজ নেই
একটু সুযোগ পেলে-পদাঘাত দেয় ।


সত্যর বিচার হেথা, কোনোদিনও নাই
আগে ছিলো বন্য নর, এখনোও তাই ,
সভ্যসমাজ যদি নাহি কথা শোনে
কাহাকে বলিব সব কাছে ডেকে কানে ।


চলিলাম বাবু আমি , এপৃথিবী ছেড়ে
দুবৃত্তরা শ্বাসবায়ু নিয়েছে যে কেড়ে ,
মৃত্যু দেখে ভাবিলাম -আমরা মানুষ
বুঝিলাম রয়ে গেছি সেই ''অমানুষ "