কাউকে ভালোবাসলে যেমন
হৃদয় উজাড় করে ভালোবাসতে হয়,
তেমনি কাউকে ছেড়ে গেলে ও
সব পিছুটান থেকে তাকে মুক্ত করে দেয়া উচিত।


ছেড়ে যাওয়ার পর সময় - অসময়ে এসে
তার খোঁজ খবর নিতে চাওয়াটা আপনার কাছে
সামান্য কুশলাদি বিনিময় হলেও,
অপরজনের কাছে তা পুরনো ক্ষত
বারবার খুঁচিয়ে - খুঁচিয়ে,
তাকে রক্তাক্ত করে দেবার সমতুল্য।


তাই ভালোবাসতে যখন পারেননি,
তখন আর মিছে সহানুভূতি দেখিয়ে
একজন মানুষ কে বারবার তার অসহায়ত্বের
কথা স্মরণ করিয়ে দেয়া থেকে বিরত থাকুন।


ছেড়েই যখন আসতে পেরেছেন,
তখন তাকে মুক্তি দেয়ার মতো করুণাটুকু তো করুন!