গগন পানে চেয়ে দেখি, সার বেধেছে পাখি
গন্তব্যটা বহু দূরে, অনেক যে পথ বাকি।
সূর্য্যি মামার তেজ যে ভীষন, দাড়িয়ে থাকা দায়-
শব্দ করে উড়োজাহাজ- আপন পথে যায়।


মেঘেরা সব যায় যে ভেসে, ইচ্ছে ছুয়ে দেবো
পাহাড়েতে গেলে জানি আকাশ ছোয়া পাবো।
আকাশটা মিশছে যেথায়- অথৈই সমুদ্দুর
নীল জলে ঝলকে উঠে সোনালী রোদ্দুর।


আকাশ ছোয়ার ইচ্ছে ভীষণ, হতেম যদি ঘুড়ি!
সীমাহীন বিশালতার মায়াবী আকাশপুরী।
মেঘ ফুড়ে উড়ে গেলেও যায়না ছোয়া জানি
তবু আকাশ পানে চেয়ে আমার হরেক পাগলামি।